দেশে বর্তমানে একদলীয় শাসন ব্যবস্থা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নোমান বলেন, ‘আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না’ গণতন্ত্র আজ নির্বাসিত। চলছে একদলীয় শাসন ব্যবস্থা। আমরা কথা বললেই চলছে জেল-জুলুম, অত্যাচার নির্যাতন আর নিপীড়ন।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় তাঁতী দলের সভাপতি হুমায়ুন আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির সহ ধর্মবিয়ষক সম্পাদক জন গোমেজ, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ওলিয়ার রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন