সাভারে যাত্রীবাহী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে আইলান্ডের উপরে উঠে উল্টে গিয়ে খাদিজা (২৫) নামের এক নারী নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহত ওই নারীর বাড়ি সাভারের ইমান্দিপুর বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার ক্যান্টনমেন্ট বীরশ্রেষ্ঠ শহিদ মুন্সী আব্দুর রউফ গেটের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নবীবনগর থেকে সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী লেগুনা উত্তরার আব্দুল্লাহপুর যাওয়ার জন্য রওয়ানা দেয়। এ সময় যাত্রীবাহী লেগুনাটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ক্যান্টনমেন্ট বীরশ্রেষ্ঠ শহিদ মুন্সী আব্দুর রউফ গেটের সামনে পৌঁছালে একটি ট্রাক যাত্রীবাহী লেগুনাকে চাপা দেয়। এ সময় যাত্রীবাহী লেগুনাটি নিয়ন্ত্রণ হাড়িয়ে আইলান্ডের উপরে উঠে উল্টে যায়। এ সময় লেগুনার ভিতরে থাকা প্রায় ২১ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে খাদিজা নামের এক নারীর মৃত্যু হয়। আর বাকি আহতদের চিকিৎসা চলছে। এদের মধ্যে দুই শিশুসহ পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন ।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন