রাজশাহীর পবায় নির্যাতনের শিকার দুই শিশুর মধ্যে জাহিদকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, শিশু নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবারও উত্তাল ছিল পবার চৌবাড়িয়া। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী পবার করমকজা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। বেলা ১১টার দিকে করমজা মোড় এলাকায় মানববন্ধনে অংশ নেন এলাকাবাসীসহ শিশু জাহিদ ও ইমনের সহপাঠীরা।
এর আগে এলাকায় মাইকিং করে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়। এ সময় তারা দুই শিশুর নির্যাতনককারীদের দ্রুত শাস্তির দাবি করেন।
এলাকাবাসী অভিযোগ করেন, আসামিরা প্রভাবশালী হওয়ার কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে না। আবার তারা জামিন পেয়ে যাচ্ছে পুলিশের দুর্বল মামলার কারণে। জাহিদ-ইমনের নির্যাতনকারীদের শাস্তি না হলে আরও তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়।
অন্যদিকে, দুই শিশুকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকায় অনিক নামের এক আসামিকে পুলিশ আটক করেছে। বুধবার রাতে তাকে আটক করা হয় বলে পবা থানার ওসি শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে পবার চৌবাড়িয়া এলাকার ফজলুর রহমানের ছেলে রাকিবের একটি মোবাইল ফোন চুরি হয়। ওই ফোন চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে জাহিদ ও ইমনকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। সেই নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে আসামিরা।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা