শাশুড়ি ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় মেয়ের জামাইকে অপহরণের চেষ্টা করেছে একটি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান। জামাতাকে জিম্মি করে নিয়ে যাবার পথে পুলিশ ওই ঋণদানকারী প্রতিষ্ঠানের কর্মীসহ পাঁচজনকে আটক করেছে।
বুধবার গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন চৌধুরী ভিলার সামনে পাঁচজনকে আটক করা হয়। এসময় জামাতা আব্দুল মজিদকেও (২৫) তাদের হাত থেকে উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মোছলেম উদ্দিন (৫৪), মো.হেলাল উদ্দিন (৩৫), নূরুল আবছার (২২), মো.রাসেল (২২) এবং মো.বাচ্চু (৩০)।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ২০১২ সালে নগরীর বাকলিয়ায় সোনালী সোশ্যাল ডেভেলপমেন্ট লিমিটেড নামে একটি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে দুই দফায় ১৯ হাজার ৫’শ টাকা ঋণ নেন স্থানীয় নারী গুলবাহার। ওই ঋণের কিছু অংশ তিনি পরিশোধ করেন। বাকি অংশ পরিশোধে ব্যর্থ হয়ে তিনি বাসা ছেড়ে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মাইজপাড়া এলাকায় চলে যান। সেখানে জনৈক রনির কলোনিতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে পাঁচজন পাওনা আদায় করতে তাদের বাসায় যান। এসময় গুলবাহার টাকা দিতে ব্যর্থ হলে তারা জামাতা আব্দুল মজিদকে একটি সিএনজি অটোরিক্সায় তুলে জিম্মি করে বাকলিয়ার দিকে নিয়ে যেতে থাকেন। অটোরিক্সা অক্সিজেন চৌধুরী ভিলায় চেকপোস্টের সামনে এলে পুলিশ দেখে মজিদ চিৎকার দেয়।
এসময় পুলিশ অটোরিক্সার গতিরোধ করে পাঁচজনকে আটক করে এবং আব্দুল মজিদকে তাদের কাছ থেকে ছাড়িয়ে নেয়। এ ঘটনায় আব্দুল মজিদ বাদী হয়ে অপহরণের অভিযোগে বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ