তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্র মানেই সবার সমান অধিকার নয়। তাহলে গণতন্ত্রে কারাগার থাকতো না, বিচারালয় থাকতো না। গণতন্ত্রের নামে অপরাধী আর অপরাধীর দ্বারা ক্ষতিগ্রস্তকে এক পাল্লায় মাপা যায় না। ঠিক তেমনই নির্বাচনে অংশগ্রহণ বা নির্বাচনে জয়ী হলেই অপরাধীর অপরাধ হালাল হয়ে যায় না। গণতন্ত্রের নির্বাচনেও সকলের অংশগ্রহণের অধিকার দেয় না।
বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শহীদ ড. জোহা দিবসে ‘বাংলাদেশের গণতন্ত্রকে জঞ্জালমুক্ত করতে হবে’ শীর্ষক স্মারক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এসময় দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. জোহার প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, ড. জোহার আত্মবলিদান বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামকে এক উচ্চতর ধাপে নিয়ে গিয়েছিল। যা জাতিকে নিশঃঙ্ক চিত্তে আত্মবলিদানে অনুপ্রাণিত করেছিল। উচ্চশিক্ষা জ্ঞান, মুক্তবুদ্ধির চর্চার কেন্দ্র হিসেবে জাতীয় জীবনের প্রয়োজনে যে ঐতিহাসিক দায়িত্ব বিশ্ববিদ্যালয় পালন করে, তা শহীদ ড. জোহা আত্মবলিদানের মাধ্যমে লিখে দিয়ে গেছেন।
এর আগে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ড. জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, অনুশীলন নাট্যদল, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, রাবি ছাত্রলীগ, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা