রাজশাহীর পবায় মোবাইল চুরির অভিযোগ তুলে জাহিদ হোসেন ও ইমন নামের দুই শিশুকে নির্যাতনের ঘটনায় আরও তিন আসামিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহীর শিশু আদালতের বিচারক হায়দার আলী সরকার এ জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন আবদুর রশিদ, পলাশ ও অনিক। আাসামিপক্ষের আইনজীবী ছিলেন রাজশাহী বারের সাবেক সভাপতি মোজাম্মেল হক।
জামিনপ্রাপ্তদের মধ্যে অনিককে পুলিশ গ্রেফতার করেছিল। অন্যরা গতকাল আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন করেন। এ নিয়ে ১৩ আসামির মধ্যে আদালত থেকে ৮ জন জামিন পেলেন।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ