রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে আসল বিএনপির কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় ৫ যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির কার্যালয়ের আশপাশ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম।
তিনি বলেন, কয়েক দিন আগে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসল বিএনপির কর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। এছাড়া ওইদিন রাস্তার কয়েকটি গাড়িতেও ভাংচুর চালানো হয়। এ ঘটনায় একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় ৫ যুবদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব