সিলেট নগরীতে অবৈধভাবে ডিপ টিউবওয়েল বসানোর দায়ে তিনটি বিপণী বিতান ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার অভিযান চালিয়ে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ এ জরিমানা করে। পাশাপাশি অবৈধ ডিপ টিউবওয়েল বৈধ করতে নির্দিষ্ট পরিমাণ ফিও আদায় করা হয়।
সিসিক সূত্র জানায়, অবৈধ ডিপ টিউবওয়েলের বিরুদ্ধে এদিন সকাল থেকে অভিযান শুরু হয়। এসময় নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটি, সিটি সেন্টার ও লতিফ সেন্টার কর্তৃপক্ষকে জরিমানা ও ডিপ টিউবওয়েল বৈধকরণের ফি আদায় করা হয়। এছাড়া একই অপরাধে নগরীর জিন্দাবাজারস্থ চিয়াংমাই রেস্টুরেন্ট এবং দরগাগেইটস্থ জালালাবাদ ও মনোরম হোটেলকে জরিমানা ও ডিপ টিউবওয়েল বৈধকরণ ফি আদায় করা হয়।
এ ব্যাপারে সিটি কর্পোরেশনের পানি শাখার প্রধান নির্বাহী প্রকৌশলী আলী আকবর জানান, বিপণী বিতান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে অনেকেই সিটি করপোরেশনের অনুমোদন না নিয়ে ডিপ টিউবওয়েল বসিয়েছেন। এসব অবৈধ ডিপ টিউবওয়েল ও খেলাপি বিলের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ