রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাসের সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের মাইক্রেবাসের ধাক্কায় ৯ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পবা উপজেলার মুরারিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা জলিল জানান, মুরারিপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের একটি টহল দল অবস্থান করছিল। তাদের পাশেই নবগঙ্গা এলাকার আবদুর রহমানের ছেলে সাইদুর চটপটি বিক্রি করছিলেন। বিকেল ৫টার দিকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বাসটি মুরারিপুরে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে চটপটির দোকানে ও পরে জেলা গোয়েন্দা পুলিশের মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ওই মাইক্রোবাসে থাকা ৯ জন পুলিশ সদস্যসহ চটপটির দোকান মালিক সাইদুর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে। পুলিশ সদস্যরা খুব একটা আহত হননি। তবে সাইদুর গুরুতর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব