নাশকতার মামলায় আত্মসমর্পণের পর সাবেক কাউন্সিলরসহ বিএনপির ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহনূর এ আদেশ দেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী।
বিএনপির নেতাকর্মীরা হলেন নগরীর ইপিজেড থানা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, হাসান মুরাদ, তারেক মুজাহিদ, শাহজাহান, নওশাদ, আনোয়ার জাহেদ মঞ্জু, সাইফুল, জামান, জাহিদ হোসেন, জাবেদ, মিনহাজুর রহমান, ওয়ারেছ।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ২০ দলের হরতাল চলাকালে ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
অভিযোগপত্রভূক্ত আসামিদের মধ্যে ১২ জন পলাতক ছিলেন। বৃহস্পতিবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব