পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্চিত করার ঘটনায় জড়িতদের ছাত্রলীগ থেকে বহিস্কার ও ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়ে তিনদিনের সময়সীমা বেঁধে দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ, চমেক এবং চিকিৎসকদের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। দাবি না মানলে ২২ ফেব্রুয়ারি সমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, বুধবার নগরীর প্রর্বতক মোড় এলাকায় চমেক ছাত্রলীগের সড়ক অবরোধ কর্মসূচির ছবি তুলতে গেলে মারধর ও নাজেহালের শিকার হন প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীল। এ ঘটনায় বুধবার বিকেলে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করতে গেলে তা না করে সাধারণ ডায়েরি নেওয়া হয় বলে অভিযোগ সাংবাদিক নেতাদের।
সমাবেশে কর্মসূচি ঘোষণা করে এজাজ ইউসুফী বলেন, যার অধীনে মেডিকেলে ছাত্র সংগঠন পরিচালিত হয় সেই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের কাছে আমাদের দাবি, ছাত্রলীগ নামধারী গুন্ডাদের গ্রেফতার ও কলেজ থেকে বহিস্কার করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করবেন। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ঘটনায় করা সাধারণ ডায়েরি মামলা হিসেবে নিন। না হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব। প্রয়োজনে আদালতে মামলা করব।
বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম বলেন, সাংবাদিকের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে মারাত্মক ভুল ও অন্যায়।
চমেক ছাত্রলীগের কোনো অনুষ্ঠানে সাংবাদিকদের না যাওয়ার আহবান জানিয়ে প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার বলেন, তাদের কোনো সংবাদ প্রকাশ করা হবে না। যারা হামলাকারীদের প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে পিছ পা হব না। কেন্দ্রীয় ছাত্রলীগ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেব।
লেখক সাংবাদিক আবুল মোমেন বলেন, ছাত্রলীগের নামে হামলা-অত্যাচার হচ্ছে। এতে গণমাধ্যম ও স্বাধীনতা হুমকির মুখে পড়ছে। সন্ত্রাসীরা যেন রাজনীতির নামে পার পেয়ে না যায় সেদিকে রাজনীতিবিদ ও প্রশাসনকে সজাগ থাকতে হবে।
সিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক সভাপতি মোশতাক আহমদ, সিইউজে সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, নুরুল আমিন, নাজিমুদ্দিন শ্যামল, বিএফইউজে যুগ্ম মহাসচবি তপন চক্রবর্তী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, সিইউজের অর্থ সম্পাদক আবছার মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম সভাপতি মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, সিইউজের নির্বাহী সদস্য ফারুক তাহের, প্রতিনিধি ইউনিট প্রধান সমীর বড়ুয়া, টিভি ইউনিট প্রধান মাঈনুদ্দিন দুলাল প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ