রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে বুধবার মফিজুল ইসলাম নামে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক নাগরিক অপহৃত হয়েছেন। সাদা রংয়ের একটি মাইক্রোবাসে আসা দুর্বৃত্তরা তাকে উঠিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে মফিজুলের ভাগনে আবুল হোসেন বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেছেন। বৃহস্পতিবার কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম এ তথ্য জানান।
তিনি বলেন, মফিজুল নিজের গাড়িতে চড়ে যাওয়ার সময় মহাখালী ফ্লাইওভারের ওপর একটি সাদা রংয়ের মাইক্রোবাস ব্যারিকেড দিয়ে তার গতিরোধ করে। এরপর সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
ওইদিনই গাড়ির ড্রাইভার ইমরান আলী কাফরুল থানায় এসে অভিযোগ করেন। এরপর রাতে মফিজুলের ভাগনে আবুল হোসেন থানায় এসে অজ্ঞাত ৬-৭ জনের নামে মামলা দায়ের করেন। মামলা নম্বর-৩২।
ওসি বলেন, আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মফিজুল ইসলাম গত ২২ জানুয়ারি বাংলাদেশে আসেন। বারিধারার পার্ক রোডের ১০৩ নম্বর বাসায় থাকছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ