চট্টগ্রামের পটিয়ায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হাসান শাওন (২৬) ও কামরুল হুদা আজাদ (২২) নামের ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে আরাকান সড়কের পটিয়া নতুন বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন বান্দরবান জেলার বনরুপা এলাকার কালাম ম্যানেজারের ছেলে ও আজাদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের অলি আহমদের ছেলে।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ বলেন, চট্টগ্রাম নগরী থেকে কক্সবাজার অভিমুখী একটি বাস পটিয়া অতিক্রমের সময় তল্লাশির জন্য থামানোর সংকেত দেয় চেকপোস্টের পুলিশ। এসময় একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে এসে চেকপোস্ট অতিক্রম করছিল। সংকেত পেয়ে বাসটি থামানোর জন্য গতি কমালে হঠাৎ সামনে থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলসহ আজাদ ও শাওন বাসের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান আজাদ।
তিনি আরও জানান, শাওনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে তিনি মারা যান। দুর্ঘটনার পর চালক ও সহকারী বাসটি ফেলে পালিয়ে যায় বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব