যুবদল কর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির আসন্ন কাউন্সিল অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করতে সরকার নেতা-কর্মীদের গ্রেফতার করছে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়িতে অগ্নিসংযোগের মামলায় বৃহস্পতিবার বিকালে যুবদলের ৫ কর্মীকে আটকের পর রাতে এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতাকে কণ্টকমুক্ত করার লক্ষ্যেই আতঙ্ক সৃষ্টি করতে এবং বিএনপির কাউন্সিলকে বাধাগ্রস্ত করার গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ হিসেবেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের গ্রেফতার করেছে।’
বিবৃতিতে গ্রেফতার হওয়া যুবদলের ৫ কর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
প্রসঙ্গত, আগামী মাসের ১৯ মার্চ বিএনপির জাতীয় ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হবে। যদি এখনো স্থান নির্ধারণ করতে পারেনি দলটি।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব