মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে দায়ের করা মানহানির এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে নিজের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ১৬ মার্চ তলব করেছে আদালত।
পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম নুরু মিয়া এই আদেশ দেন।
গত ২১ জানুয়ারি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মণীন্দ্র কুমার নাথ গয়েশ্বরের বিরুদ্ধে আদালতে মানহানির এই অভিযোগ আনেন। সেদিন তার বক্তব্য শুনে শাহবাগ থানার ওসিকে বিষয়টি কদন্তের নির্দেশ দেন মহানগর হাকিম আমিনুল ইসলাম।
প্রসঙ্গত, গত বছর ২৫ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সভায় একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্যের জন্য দণ্ডবিধির ৫০০ ধারা অনুযায়ী মানহানির এই মামলা করা হয়। ওই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রসঙ্গে বলেন, তারা ‘নির্বোধের মতো’ মারা গিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব