ধামরাইয়ে সেনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টাকালে র্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। এসময় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। প্রাথমিকভাবে নিহত ডাকাত সদস্যের নাম মাসুদ বলে জানা গেছে। এছাড়া আটককৃতরা হলো- সবুজ (৬২), শিলা (১৮), রুমানা (২৫) রিয়াজ উদ্দিন (৪৮) এবং দশ বছরের এক শিশু। এরা সবাই গত তিনমাস আগে ব্যাংকটির উপরের ফ্লোরে নিজেদের পোশাক কারখানার চাকুরিজীবী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়।
বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে ধামরাই বাজারে অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টাকালে এ ঘটনা ঘটে।
র্যাব-৪ সূত্রে জানা যায়, ধামরাই বাজারে চার তলা বিশিষ্ট একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় ওই ভবনের ছাদ কেটে ব্যাংকের ভিতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে তারা ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা চালায়।
এসময় র্যাব-৪ গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনটি ঘেরাও করে চারপাশে অবস্থান নেয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা ব্যাংকের ভিতর থেকে বের হওয়ার চেষ্টা চালায় এবং র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে মাসুদ নামের এক ডাকাত সদস্য নিহত হয়। এসময় দুই নারীসহ আটক করা পাঁচ জনকে।
র্যাবের অতিরিক্ত ডিআইজি লুৎফর কবির বলেন, গত তিন মাস আগে ডাকাত সদস্যরা সোনালী ব্যাংকের ওই শাখার উপরের তৃতীয় তলার ফ্লোরটিতে বাসা ভাড়া নেয়। এরপর তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাদ কেটে ব্যাংকের ভিতরে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়। এ চক্রটি কিশোরগঞ্জের সোনালী ব্যাংকে সুড়ঙ্গ করে চুরির ঘটনার সঙ্গেও জড়িত।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে সাভারের গেন্ডা এলাকায় একটি শো-রুমে ডাকাতি করার সময় দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসি।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ