‘বঙ্গদেশ তামিল সংঘ-ঢাকা তামিলিয়ান’-এর আয়োজনে বাংলাদেশে অবস্থানরত ভারতের তামিল নাডু প্রদেশের বাসিন্দাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়। বছরের প্রথমে ‘নবান্নের আদলে’ এ আয়োজন হয়।
আয়োজক সংগঠনের সভাপতি সম্পদ কুমারের সভাপতিত্বে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্তা, রাজেশ উইকে, জিনা উইকা, বিজয় সালভেরাজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দু’দেশের সম্পর্ক দেশ দুটির অর্থনীতিকে আরও সমৃদ্ধ করে তুলবে। তামিল সম্প্রদায়ের অধিবাসীদের জন্য এরকম আয়োজন তাদের ইতিহাস-ঐতিহ্য জিইয়ে রাখতে সাহায্য করবে বলেও মন্তব্য করেন তারা।
সম্পদ কুমার বলেন, তামিল সম্প্রদায় বছরের ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি এ আয়োজন করে থাকে। এখানে বসবাসরত তামিল ভারতীয়দের সেভাবে সময় সুযোগ না হওয়ায় আজ ছুটির দিনে আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে তামিল কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে একক নাচ, দলীয় নাচ, গান, বাচ্চাদের নানা খেলাধুলার আয়োজন করা হয়েছিল। পরে দুপুরে ঐতিহ্যের অংশ হিসেবে কলাপাতায় দুপুরের খাবারের আয়োজন করা হয়। এতে সাদা ভাত, সাম্বার, রশম, পায়েশ ইত্যাদি খাবার পরিবেশন করা হয়।
বিডি-প্রতিদিন/ ২১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা