নারায়ণগঞ্জে চলন্ত কাভার্ডভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভ্যানটির চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। রবিবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার লামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত চালক সোহেল রানা এবং হেলপার সেলিম হোসেনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাভার্ডভ্যানটির (ঢাকা মেট্টো-অ-১১-২৫৩৮) সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় ভ্যানটির বাম পাশের অংশ এবং ভ্যানে থাকা তৈরি পোশাক ভস্মীভূত হয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন চালক সোহেল রানা বলেন, কাভার্ডভ্যানটি ব্যাল মন্টি কুরিয়ার সার্ভিসের। গাজীপুরের বিভিন্ন কারাখানা থেকে তৈরি পোশাক নিয়ে নারায়ণগঞ্জ আসার পথে লিংক রোডের লামাপাড়া ইকোপার্কের সামনে গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ভ্যানের সামনের ২ চাকা এবং ভ্যানের বাম পাশের পুরো অংশ ও ভ্যানে থাকা তৈরি পোশাক পুড়ে যায়। আগুনে দগ্ধ হন তিনি ও হেলপার সেলিম হোসেন।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ