সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও হবিগঞ্জ থেকে ৬ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এনামুল হক মোস্তফা শহীদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার স্কয়ার হাস্পাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বরেণ্য রাজনীতিক মোস্তফা শহীদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডি-প্রতিদিন/ ২৫ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন