রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড.এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।
রবিবার বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
মানববন্ধনের বক্তারা বলেন, শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড। তাদের হত্যা করা জাতিকে ধ্বংসের পথে ধাবিত করার সমান।
তারা আরও বলেন, দেশে মানুষ হত্যা করা একটা নিত্য নৈমিত্তিক ঘটনার রূপ ধারণ করেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যা খুবই নাক্করজনক ঘটনা বলেও উল্লেখ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সেলিম ভূইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নূরে আলম আব্দুল্লাহসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/মাহবুব