চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন বাদুরতলা রোড থেকে দিনদুপুরে ব্যবসায়ী দিদারুল আলমের কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে দুই সহোদরের কাছ থেকে নগরীর নুর আহমদ সড়কের নেভাল মোড়ে নগদ ৫ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা।
দিদারুল আলম বলেন, আমি ব্যবসায়ীক কাজে ব্যবহারের জন্য দুপুরে ব্র্যাক ব্যাংক চকবাজার শাখা থেকে নগদ ১৫ লাখ টাকা উত্তোলন করে অটোরিকশাযোগে বহদ্দারহাট যাওয়ার যাচ্ছিলাম। যাওয়ার পথে বাদুরতলা রোডে দুর্বৃত্তরা অটোরিকশার গতিরোধ করে আমাদের ১৫ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে পাঁচলাইশ থানায় আমি অভিযোগ করেছি।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এ বিষয়টি আমরা শুনেছি। অপারাধীদের ধরতে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/মাহবুব