রাজধানীতে আরও একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। গুলশানের একটি বাড়ি থেকে রবিবার বিকেলে পাঁচ কোটির অধিক টাকা মূল্যের পোরশে জিপটি জব্দ করা হয়। গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিনের নামে শুল্কমুক্ত কোটাতে কেনা হয়েছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, ২০০৬ সালের ১৬ অক্টোবর আবদুল মতিনের নামে গাড়িটি কেনা হয়েছিল। পরে প্রেসটিজ মটরসের কাছে মাত্র ৮০ লাখ টাকায় এবং সেখান থেকে এবেলেকো ইন্ডাস্ট্রির কাছে গাড়িটি হস্তান্তর করা হয়। গুলশানের ২৪ নম্বর রোডের আজাদ মসজিদের পাশে ১১ নম্বর বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়।
সাড়ে ৪ হাজার সিসির বিলাসবহুল এই গাড়িটির মোট শুল্ক ৫ কোটি টাকা। আবদুল মতিন ২০০১ সালে নারায়ণগঞ্জ ১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন।
এর আগে গত ১২ এপ্রিল বনানী থেকে জব্দ করা হয় শুল্ক ফাঁকি দিয়ে আনা একটি বিএমডব্লিউ গাড়ি। ৬ এপ্রিল রাজধানীর গুলশান এলাকা থেকে মডেল জাকিয়া মুন ও তার স্বামী মহসিনের ব্যবহৃত পোরশা মডেলের আরেকটি গাড়ি আটক করে শুল্ক গোয়েন্দা।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৬/ এস আহমেদ