গাজীপুর মহানগরের দিঘিরচালা এলাকা থেকে একটি রিভলভার ও ৪ রাউণ্ড গুলিসহ আরিফ কাজী (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
আরিফ শরিয়াতপুরের ভেদরগঞ্জ থানার নাজিমপুর এলাকার মৃত সোরাহাব আলী কাজীর ছেলে।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এস আই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের দিঘিরচালা এলাকা আমির হোসেনের নির্মাণাধীন তিনতলা ভবনে অভিযান চালানো হয়। এসময় ভবনের ছাদ থেকে একটি রিভলভার ও ৪ রাউণ্ড গুলিসহ আরিফ কাজীকে আটক করা হয়।
তিনি আরো জানান, আরিফ কাজী রিভলভারটি বিক্রির জন্য নিয়ে ওই বাড়ির ছাদে অবস্থান নিয়েছিল। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/শরীফ