নারায়ণগঞ্জ জেলার দেওভোগ পানির ট্যাংক এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। আজ সোমবার সকালে ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ভবনের একটি অংশ মাটিতে দেবে গেছে।
এর আগে গতকাল দিবাগত রাত ৮টার দিকে চারতলা ভবনটি হেলে পড়ে। যেকোনো সময় এটি ধসে পড়তে পারে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/শরীফ