চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পূর্ব সরফভাটা পুদিনা বড় বাড়ি এলাকায় দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার গভীররাতে এই ঘটনা ঘটে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে লাশ দুটি উদ্ধার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
নিহতরা হলেন: মোহাম্মদ হাশেম (৩২) ও মঞ্জু (২৯)।
থানা সূত্রে খবর, পূর্ব শত্রুতার জের ধরে রবিবার গভীররাতে একই গ্রামের দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৬/ রশিদা