কাশিমপুর কারাগারের মূল ফটকের কাছে সন্ত্রাসী হামলায় সাবেক কারারক্ষী রুস্তম আলী (৫০) নিহত হয়েছেন। আজ সোমবার এ ঘটনা ঘটে। মোটরসাইকেলের ২ আরোহী ফটকের পাশের চায়ের দোকানে বসে থাকা রুস্তমকে গুলি করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহত রুস্তম আলী (৫০) কাশিমপুর মহিলা কারাগারের সার্জেন্ট ইনস্পেক্টর ছিলেন। তার বাড়ি কুমিল্লায়। গত বছর নভেম্বরে তিনি অবসরোত্তর ছুটিতে যান।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কাশিমপুর কারাগারের মূল ফটক থেকে ২০০ গজ দূরে আহমদ মেডিসিন কর্নার নামের একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে যান সাবেক কারারক্ষী রুস্তম আলী। এ সময় মোটরসাইকেলে আসা আরোহী অতর্কিতে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ রুস্তম হয়ে মাটিতে পড়ে গেলে কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় কয়েকজন তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শতাধিক দোকান-পাট বন্ধ করে ব্যবসায়ীরা সরে যান।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৬/ রশিদা