রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ক্যান্সারের ওষুধ ও স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আজ সোমবার ভোর ৬টার দিকে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মো. মইনুল খান এ তথ্য জানান। তিনি জানান, জব্দ করা ওষুধের মধ্যে ৫ হাজার পিস ইমুরান, ২ হাজার পিস ক্লোমাইড, ৯৭৫ পিস অ্যালকারান ও ৯ পিস বিভাট্রাইসিন। এছাড়া ১০৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
আটক মো. তৈয়ব আলীর বাড়ি নেত্রকোনার পূর্বদোলার নয়াপারার বাড়ি। ভোর ছয়টার দিকে তিনি কায়রো থেকে দেশে আসেন।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/শরীফ