কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের অর্ধদিবস হরতাল চলাকালে বরিশালে সড়ক অবরোধ করায় হরতালকারীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ।
আজ সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোড অবরোধ করে হরতালকারীরা। এতে জনদুর্ভোগ সৃষ্টি হলে সড়ক অবরোধ না করার জন্য তাদের অনুরোধ জানায় পুলিশ।
অনুরোধ উপক্ষো করে অবরোধ চালিয়ে যেতে থাকলে প্রথমে তাদের সাথে তর্ক হয় পুলিশের। এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এতে জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক এবি সিদ্দিক সহ আরো ৩/৪জন আহত হয়।
এর আগে সকাল ৬ টা থেকে নগরীর সদর রোড, জেলখানা মোড়, লাইন রোড ও ডাচবাংলা মোড় এলাকায় মিছিল করে হরতাল সমর্থকরা।
অর্ধবেলা হরতালে বরিশালের জনজীবন স্বাভাবিক ছিল। নগরীর অভ্যন্তরে যানবাহন চলাচল, ব্যবসা বানিজ্য, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবই ছিল স্বাভাবিক। নগরীর দুটি টার্মিনাল থেকে যথারীতি চলাচল করেছে অভ্যন্তরীন এবং দূরপাল্লার বাস।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ হিমেল-০৬