তনুসহ অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা অর্ধদিবস হরতাল পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী-ঢাকা মহাসড়কে সোমবার সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয় হরতাল সমর্থনকারীরা।
বেলা সাড়ে ১০ টায় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। এদিকে বিভাগগুলোতেও কোন ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছেনা।
সোমবার সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় প্রগতিশীল ছাত্রজোট সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রগতিশীল ছাত্রজোটের রাবি শাখার নেতাকর্মীরা পূর্ণদিবস ধর্মঘট পালন করছে।
এ বিষয়ে রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস বলেন, ‘আমরা সকাল ৬ টা থেকে বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করছি। কর্মসূচীকে সফল করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আমরা সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত অবস্থান করি। এ সময় ঢাকা-রাজশাহী মহাসড়কে কোন ধরনের যান চলাচল করতে দেইনি।'
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ হিমেল-০৯