মৃত শিশুকে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে) জিম্মি করে অর্থ আদায় করেছে রাজধানীর পদ্মা জেনারেল হসপিটাল। সোমবার দুপুরে রাজধানীর সোনারগাঁও রোডে অবস্থিত ওই হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ করেন শিশুটির স্বজনরা। খবর বাংলানিউজের।
মৃত শিশু জান্নাতুল নাঈমা নিলুফা (০৯) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মুজিবুর রহমানের মেয়ে। র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর মৃত্যু শিশুকে আইসিইউতে রেখে অর্থ আদায়ের অভিযোগ ওঠেছে। খবর পেয়ে র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীনের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের ৬ জনকে ১০ লাখ টাকা জরিমানা করেন আদালত।
মৃত শিশুর বাবা মুজিবুর রহমান জানান, মুখ দিয়ে ফেনা বের হওয়ায় রবিবার সন্ধ্যায় এই হাসপাতালে ভর্তি করেন মেয়েকে। কিন্তু ভর্তির পর কোন স্বজনকে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি মেয়ের কী অবস্থা তাও জানানো হয়নি। সকালে র্যাবের কর্মকর্তারা এলে তাদের বিষয়টি জানানো হয়। তাদের কাছে মেয়ের মৃত্যুর বিষয়টি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৬/ রশিদা