আমার দেশ পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
আজ সোমবার সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।
এর আগে ১৮ এপ্রিল এই আদালতে মামলার তদন্তকারী ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আরাফাত মাহমুদুর রহমানকে প্রধানমন্ত্রীপুত্র জয়কে অপহরণ ও হত্যার চক্রান্তে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালত মাহমুদুর রহমানকে জয়ের অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া যাবে কিনা— এ বিষয়ে শুনানির জন্য ২৫ এপ্রিল ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের আগে যে কোনো সময় হতে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন