সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য মোহাম্মদ সাদিককে সংস্থাটির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। তাতে বলা হয়, সদস্যপদ ছেড়ে দেয়া সাপেক্ষে তার নিয়োগ কার্যকর হবে।
এই সাংবিধানিক সংস্থাটির চেয়ারম্যান পদে ১৩ এপ্রিল মেয়াদ শেষ হওয়া ইকরাম আহমেদের স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ সাদিক।
নিয়োগের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসে) মোহাম্মদ সাদিক এ পদে দায়িত্ব পালন করবেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ সাদিক। তার জন্ম ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জে।