সিলেট নগরীর বাদাম বাগিচা এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ ঠিকাদারের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ঠিকাদার আব্দুল কুদ্দুুস ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার পাছারখান্দা গ্রামের মৃত মহরম আলী ফকিরের ছেলে। তিনি সিলেট নগরীর গোয়াইটুলায় আব্দুল আহাদ সমু’র মল্লিকা-৬ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সোমবার সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের আলতাবুর রহমানের মালিকানাধীন ৫২/১ নম্বর বাসায় কাজের অগ্রগতি দেখতে যান। এসময় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন আব্দুল কুদ্দুস। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন