রাজধানীর কলাবাগানে বাড়িতে ঢুকে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের একজন জুলহাজ মান্নান ইউএসএআইডির কর্মকর্তা ছিলেন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
জুলহাজ মান্নান সমকামীদের অধিকারের দাবিতে সোচ্চার ছিলেন। লিঙ্গ সমতা প্রতিষ্ঠার পক্ষে 'রূপবান' নামে একটি সাময়িকী সম্পাদনায় যুক্ত ছিলেন তিনি।
জুলহাজের সঙ্গে নিহত অন্যজনের নাম তনয় বলে জানিয়েছেন ডিএমপির সহকারী কমিশনার রুহুল আমিন সাগর। তিনি জুলহাজের বন্ধু বলে ধারণা করা হচ্ছে।
লেকসার্কাস রোডের আছিয়া নিবাস নামে ছয়তলা ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন জুলহাজ। বিকাল ৫টার দিকে ৫-৬ জন দুর্বৃত্ত সেখানে হানা দেয় বলে বাড়ির পাহারাদার সুমন জানিয়েছেন।
দুর্বৃত্তরা তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে গেছে। পুলিশ ব্যাগটি উদ্ধার করেছে।
দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় পারভেজ মোল্লা নামে আরেক পাহারাদারকে কুপিয়ে জখম করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সুমন।
দুর্বৃত্তরা পালানোর সময় এক পুলিশ সদস্যকেও কুপিয়ে যায় বলে স্থানীয়দের উদ্ধৃত করে বিভিন্ন টেলিভিশনের খবরে বলা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে ওই বাসায় চিৎকার-চেঁচামেচি শুনে তারা এগিয়ে গেলে পাঁচ-ছয়জন যুবককে দ্রুত বের হয়ে যেতে দেখেন।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ