খুব শিগগিরই গঠন হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের নতুন কমিটি। দুই বছর আগেই মেয়াদ শেষ হয়েছে বর্তমান কমিটির। এরপর থেকেই ছিল কমিটি গঠনের নানা গুঞ্জন। কিন্তু কখনোই আলোর মুখ দেখেনি তা। তবে সেই নিরাশার বাঁধ এবার ভেঙ্গে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় একাধিক নেতা। আর এজন্য এখন থেকেই নানাভাবে তদবির শুরু করেছেন একাধিক প্রার্থী।
কেন্দ্রীয় নেতারা জানান, শাখার নতুন কমিটি গঠনের প্রধান দায়িত্ব ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের। তাদের পছন্দ ছাড়াও সিন্ডিকেটের প্রভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদগুলো পাবেন।
জানা গেছে, জবির নতুন কমিটির ভাইটাল পদ পাওয়ার জন্য জবি ছাত্রলীগের কমপক্ষে এক ডজন ছাত্রনেতা বিভিন্ন সিন্ডিকেটের নেতাদের কাছে লবিং-তদবির করছেন। বিভিন্ন সভা ও অনুষ্ঠানে উপস্থিত থাকছেন নিয়মিতভাবে। কেন্দ্রীয় নেতাদের বাসা-বাড়িতেও ধরনা দিচ্ছেন পদপ্রার্থীরা।
আগামী ১০ মে ছাত্রলীগের বর্ধিত সভা হবে বলে জানা গেছে। আর এরই মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। তবে এবারের জবি ছাত্রলীগের কমিটিতে ক্লিন ইমেজ ধারীদের প্রধান্য দেয়া হবে। আর এক্ষেত্রে বয়সের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
পদ প্রত্যাশী তালিকায় দৌড়ে যারা এগিয়ে আছেন, তারা হলেন- সাইফুল্লাহ সুমন আহমেদ, মিজানুর রহমান, তরিকুল ইসলাম, সুরঞ্জন ঘোষ, হারুন-অর-রশীদ, তানভীর রহমান খান, এস এম তওকীর আহমেদ, আনিসুর রহমান শিশির ও জহির রায়হান আগুন। তবে আনিসুর রহমান শিশির ও জহির রায়হান আগুনের বিরুদ্ধে চাঁদাবাজি, ছাত্রী নিপীড়ন এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের একাধিক অভিযোগ রয়েছে। এমনকি তাদের নামে কোতয়ালি থানায় মামলাও রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আমরা যাচাই-বাঁছাই শুরু করে দিয়েছি। খুব শিগগির নতুন কমিটি দেওয়া হবে।
সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, সৎ যোগ্য এবং যাদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ নেই। তাদেরকে দিয়েই আমরা নতুন কমিটি দিব।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ হিমেল-২২