কাশিমপুর কারাগারের সাবেক প্রধান কারারক্ষী রুস্তম আলী হাওলাদারকে (৫৯) গুলি করে হত্যার ঘটনায় পুলিশ তার ছোট ভাই ও মেয়ে জামাইসহ ৩ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- নিহতের মেয়ের জামাই সোহেল রানা, নিহতের ছোট ভাই শাহ আলম ও স্থানীয় ফার্মেসির মালিক সাইফুল ইসলাম।
আজ সোমবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা কারারক্ষী সার্জেন্ট ইন্সট্রাক্টর রুস্তম আলী হাওলাদার স্থানীয় একটি ফার্মেসী দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, কোনাবাড়ি নতুন বাজার থেকে কাশিমপুর কারাগার লিঙ্ক রোডে কারাগারের মুল ফটক থেকে মাত্র ২৫০ গজ দূরে একটি ঔষধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন রুস্তম। এসময় মোটরসাইকেল আরোহী ২জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কাশিমপুর কারাগার-১ এর ডেপুটি জেল সুপার মোঃ মমিনুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে খবর পাই রুস্তমকে মোটরসাইকেলে দুই জন দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত রুস্তম কাশিমপুর মহিলা কারাগার থেকে সার্জেন্ট ইনষ্ট্রাক্টর হিসেবে পদোন্নতি পেয়ে গত ৪ নবেম্বর থেকে অবসর পুর্ব ছুটিতে যান। তিনি আরো জানান, রুস্তম ১৯৭৪ সালের ৮ নভেম্বর চাকরিতে যোগদান করেন। এখন তিনি অবসর পূর্ব ছুটি ভোগ করছেন।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন