গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা (পিআরএল) সার্জেন্ট ইন্সট্রাক্টর রুস্তম আলী হাওলাদার কারা ফটকের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে নিহতের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে এ মামলাটি করেন।
জয়দেবপুর থানার ডিউটি অফিসার এস আই আজিজুল হক জানান, মামলায় সন্দেহজনক ৪জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো চারজনকে আসামী করে মামলাটি করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে কিছু দূরে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন অবসরকালীন ছুটিতে থাকা কারারক্ষী রুস্তম আলী হাওলাদার।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন