যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নানসহ জোড়া খুনের ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
সোমবার দিনগত রাতে কয়েক মিনিটের ব্যবধানে মামলা দু'টি দায়ের করা হয়। উভয় মামলায় ৫-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার সকালে কলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে নিহত জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান বাদী হয়ে একটি মামলা করেন। মামলা নং ০৮।
এর কয়েক মিনিট পর ১১টা ৫০ মিনিটের দিকে পুলিশের উপর হামলা ও অস্ত্র আইনে এসআই শামীম আহমেদ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। মামলা নং ০৯।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন