রাবি শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর গ্রামের বাড়ির মসজিদের ইমাম ও স্থানীয় এক মাদ্রাসার শিক্ষককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোরে তাদের নিয়ে যাওয়া হয় বলে পরিবারের দাবি। ওই দুই ব্যক্তি হলেন দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম রায়হান আলী (৩২) ও খাজাপাড়া গ্রামের মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমান (৪৮)। তবে নগর পুলিশের মুখপাত্র সুশান্ত চন্দ্র রায় কাউকে আটক করার কথা অস্বীকার করেছেন।
দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম ও স্থানীয় ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক রায়হান আলীর স্ত্রী শাহারা খাতুনের অভিযোগ, ভোরে ৫-৬ জন সাদাপোশাকের লোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে বাড়িতে ঢুকে তার স্বামীকে তুলে নিয়ে যায়। কি কারণে নিয়ে যাওয়া হয়, তা তিনি জানেন না। খাজাপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক মুনসুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসাও একই অভিযোগ করেছেন। তারা থানা ও র্যাবে সন্ধান করতে গেলেও কোনো হদিস পাননি।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, পুলিশ কাউকে আটক করেনি। ওই দুইজনের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
উল্লেখ্য, গত শনিবার সকালে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির সামনে শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন