গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটকের সামনে কারারক্ষী রুস্তম আলী হাওলাদার হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত আসামি হিমেল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি গাজীপুর সিটি করপোরেশন এলাকায়। তার বাবার নাম হাসান আলী।
জয়দেবপুর থানার এসআই এনামূল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার রাতে নিহতের স্ত্রী নাসরিন আক্তারের দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয় হিমেলকে। মামলায় ৮ জনকে আসামি করা হলেও ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি চারজন অজ্ঞাত।
পুলিশ জানিয়েছে, হিমেল উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মামলায় উল্লেখ করা অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন