চট্টগ্রামের গহিরা ছিপাতলী ঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার ভোরে ওই এলাকায় পড়ে থাকা একটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় ।
কোস্ট গার্ডের লেফট্যানেন্ট ডিকসন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিপাতলী ঘাটে ভোরে কোস্ট গার্ডের টহলদল পরিত্যক্ত অবস্থায় ওই ব্যাগ পায়। পরে তল্লাশি করে ভেতরে এক লাখ ইয়াবা পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৬/মাহবুব