তনু হত্যার বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের অর্ধ বেলা হরতাল চলাকালে বরিশালে ছাত্রজোটের সড়ক অবরোধে লাঠিচার্জ ও নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগে কোতোয়ালী থানার এসআই পবিত্র কুমার মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে।
গত সোমবার সকালে ওই হামলার পর মেট্রো পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর ওই দিন রাতেই এসআই পবিত্রকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
বরিশাল মেট্রো পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার আবু সাঈদ জানান, ছাত্রজোটের নেতাকর্মীরা তাদের কয়েকজন নারী কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ করেন পুলিশ কমিশনারের কাছে। প্রাথমিক তদন্তে এসআই পবিত্রর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার রাতে তাকে লাইন্সে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়। পুলিশের আর কোনো সদস্য এ ঘটনার সঙ্গে জড়িত আছে কি-না তা নিশ্চিত হতে অধিকতর তদন্ত চলছে বলেও জানান আবু সাঈদ।
প্রসঙ্গত, কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে গত সোমবার দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে ওইদিন সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নেয় প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে তারা সদর রোড অবরোধ করার চেষ্টা করলে কোতোয়ালী থানার ওসি সাখাওয়াত হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ তাদের লাঠিচার্জ করলে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের ১০ নেতাকর্মী আহত হয়।
ছাত্রফ্রন্টের জেলা সমম্বায়ক ডা. মনিষা চক্রবর্তী জানান, লাঠিচার্জকালে পুরুষ পুলিশ সদস্যরা নারীদেরও লাঞ্ছিত করেছে। তবে ওসি সাখাওয়াহ হোসেন এই অভিযোগ অস্বীকার করেন।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৬/মাহবুব