সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি দখল নিয়ে এমসি কলেজছাত্র শামীম আহমদ ছোটন হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল হয়েছে
মঙ্গলবার সিলেটের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এই চার্জশিট দাখিল করেন। চার্জশিটে আলিম উদ্দিনকে প্রধান আসামি করে ১৯ জন অভিযুক্ত করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর মো. শফিকুর রহমান মুকুল চার্জশিট প্রাপ্তির কথা স্বীকার করেছেন।
চার্জশিটে অভিযুক্তরা হচ্ছে কোম্পানীগঞ্জের কলাবাড়ি গ্রামের আলিম উদ্দিন, জিয়া উদ্দিন, মনির মিয়া, জৈন উদ্দিন, জালাল উদ্দিন, ছয়দুর রহমান, কালা মিয়া, কালীবাড়ি গ্রামের বিল্লাল মিয়া, সিরাজুল ইসলাম, কলাবাড়ি গ্রামের আলী নূর, কালীবাড়ী গ্রামের রজন মিয়া, কলাবাড়ী গ্রামের শাহাবউদ্দিন, আব্দুল হামিদ, শুকুর আলী, উত্তর কলাবাড়ী গ্রামের মোহাম্মদ আলী, রিয়াজ উদ্দিন, উত্তর রাজনগর গ্রামের মাসুক মিয়া, ফারুক মিয়া ও কালিবাড়ীর জুলহাস মিয়া।
জানা যায়, গত বছরের ৩০ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির ১০ নম্বর এলাকায় দখল নিয়ে আলিম উদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয়। এসময় ওই এলাকায় অবস্থান করছিলেন কোম্পানীগঞ্জের পুরান ভোলাগঞ্জ গ্রামের মুক্তিযোদ্ধা সমর আলীর ছেলে ও এমসি কলেজের ছাত্র শামীম আহমদ ছোটন। এ সময় আসামিরা কোয়ারি অভ্যন্তরেই ছোটনকে নির্মমভাবে পিঠিয়ে খুন করে। এ ঘটনায় পরদিন ছোটনের ভাই গিয়াস উদ্দিন বতুল্লা বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের প্রায় ৬ মাস পর মঙ্গলবার আদালতে চার্জশিট দাখিল করা হলো।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৬/মাহবুব