সিলেটে পাঁচ নারীকে ‘জয়িতা সম্মাননা’ প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে নগরীর রিকাবিবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়।
সম্মাননা প্রাপ্ত পাঁচ নারী হচ্ছেন জান্নাতুল নাহার, ডেইজি তালুকদার, নুরুন্নাহার বেবী, সবিতা বেগম মিরা ও ফরিদা ইয়াসমিন।
পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় প্রতিকূলতা পেরিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরো নারী-পুরুষকে স্বাবলম্বী হতে অবদান রাখায় এ বছর জন্য সিলেটের ওই ৫ জন নারীকে ‘জয়িতা সম্মাননা-২০১৬’ প্রদান করা হয়েছে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৬/মাহবুব