রাজধানীর কলাবাগানে দুই বন্ধুকে কুপয়িে হত্যায় ঘটনার রেশ কাটতে না কাটতইে এবার হ্যালসিন ত্রপিুরা (২০) নামরে এক চাকমা যুবককে কুপিয়ে হত্যা করছেে র্দুবৃত্তরা। তবে কারা এমন ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছে না পুলিশ। গতকাল রাত আনুমানিক ১০টার দিকে দক্ষিণ কল্যাণপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে জিজ্ঞাসাবাদরে জন্য আটক করা হয়ছে।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/শরীফ