চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু হয়েছে। মহানগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত আরো ৫ ডাকাত আটক করেছে পুলিশ।
গতকাল দিবাগত রাত ৩টার দিকে ৮ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় স্থানীয় জনতা ঘেরাও করে গণপিটুনি দিলে ৩ ডাকাত ঘটনাস্থলইে মারা যায়।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা সদীপ কুমার দাশ একথা নিশ্চিত করেছেন। আটক ডাকাতদের কাছ থেকে এলজি বন্দুকসহ বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/শরীফ