রাজধানীর হাজারীবাগ এলাকায় ছুরিকাঘাতে রনি (২৭) নামে এক লেগুনা চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রনি হাজারীবাগ মসজিদ গলি এলাকার বাবুল মিয়ার ছেলে ছিলেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলিমুর জামান জানান, ভোরে রায়েরবাজার এলাকায় রনিকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/শরীফ