কলাবাগানে জোড়া খুনের ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি তদন্তের জন্য ডিবিতে স্থানান্তর করা হয়েছে। তবে পুলিশের ওপর হামলা ও অস্ত্র উদ্ধার ঘটনায় দায়ের করা অপর মামলাটি কলাবাগান থানায় রয়েছে।
আজ বুধবার কলাবাগান থানার ওসি মোহম্মদ ইকবাল জানান, নিহত জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে যে হত্যা মামলাটি দায়ের করেছিলেন সেটি সকালে ডিবিতে স্থানান্তর করা হয়েছে। মামলার ডকেট ও জব্দকৃত আলামত ডিবিতে পাঠিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার বিকালে ৩৫, উত্তর ধানমণ্ডি ( লেক সার্কাস) আছিয়া নিবাস অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ঢুকে ইউএসএইডের কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/শরীফ