'জ্বালো রে জ্বালো... আগুন জ্বালো.,., আমার পিতা খুন কেন.. প্রশাসন জবাব চাই, এসো ভাই এসো বোন .. গড়ে তুলি আন্দোলন..।' এমন অগ্নিঝরা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের বিচার দাবিতে চলছে মিছিল, সমাবেশ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি।
এক দফা এক দাবির এ আন্দোলনে অংশ নিয়ে আজ বুধবার বেলা সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় দুই কিলোমিটারজুড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন। এসময় দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষকের বিচার দাবি করে কয়েক হাজার শিক্ষার্থী নেমে আসে রাজপথে। এর আগে বেলা সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের টুকিটাকি চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় প্রায় দুই হাজার শিক্ষার্থীর পদভার ও স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাবির আকাশ-বাতাস। এরপর হিসাববিজ্ঞান, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ফোকলোরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/শরীফ