নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আবারও কারাগারে নেওয়া হয়েছে।
বুধবার দুপুরের দিকে তাকে কারাগারে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির।
এর আগে, কারাবন্দি মাহমুদুর রহমান মান্নার নিয়মিত শারীরিক ফিজিওথেরাপি দেওয়ার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়া।
প্রসঙ্গত, মোবাইল মান্নার কথোপকথন ফাঁসের পর গত বছরের ২৩ ফেব্রুয়ারি রাতে বনানীর একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। কিন্তু গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মান্নাকে আটক করার কথা অস্বীকার করা হয়। পরদিন রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানায় মান্নাকে হস্তান্তর করে র্যাব।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব